ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পঞ্চগড় পৌরসভার প্রথম নারী মেয়র হলেন জাকিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
পঞ্চগড় পৌরসভার প্রথম নারী মেয়র হলেন জাকিয়া

পঞ্চগড়: প্রথম ধাপে অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকিয়া খাতুন বিজয়ী হয়েছেন। এবারই প্রথম নারী মেয়র পেলো পঞ্চগড়বাসী।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষ থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর।

অন্যদিকে, জাগপা প্রার্থী হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট। এ নিয়ে পঞ্চগড় পৌর নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৩ দশমিক ০ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।