ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

হবিগঞ্জের রাজিউড়া ইউপির ভোটে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
হবিগঞ্জের রাজিউড়া ইউপির ভোটে স্বতন্ত্র প্রার্থী জয়ী ফয়জুল ইসলাম

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী ফয়জুল ইসলাম বিজয়ী হয়েছেন। চশমা প্রতীকে নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৯৭৬ ভোট।

 

ফয়জুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত বদরুল করিম দুলাল নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।  

ইউএনও জানান, রাজিউড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩৯ জন। ভোট কাস্টিং হয়েছে ১১ হাজার ২০০। যা মোট ভোটের ৬৭ দশমিক ৭২ শতাংশ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়।  

গত ৮ অক্টোবর ইউপির চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল মারা যান। এরপরই পদটি শূন্য ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।