ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

নানা অভিযোগে নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
নানা অভিযোগে নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

সিরাজগঞ্জ: ভোট দিতে বাঁধা, বিএনপি কর্মীদের হুমকি, মারপিট, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগে নির্বাচন বর্জন করলেন সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের করে এ ঘোষণা দেন।

 

সম্মেলনে তিনি বিভিন্ন অভিযোগ ছাড়াও ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের (ইভিএম) বাটনে চাপ দিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও আনেন আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।  

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অধ্যাপক রহমতুল্লাহ আয়ূব, অমর কৃষ্ণ দাসসহ সিনিয়র নেতার উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।