ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাংনীর ধানখোলা ইউনিয়নের উপ-নির্বাচনে মফিজুল সদস্য নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
গাংনীর ধানখোলা ইউনিয়নের উপ-নির্বাচনে মফিজুল সদস্য নির্বাচিত মফিজুল ইসলাম

মেহেরপুর: গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে তালা মার্কা প্রতীকে ২১৫৫ ভোট পেয়ে আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম সদস্য (মেম্বর) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন টিউবওয়েল মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ১৬৯৮ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আব্দুল আজিজ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এসময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।