ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁর মান্দা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
নওগাঁর মান্দা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী মোখলেছুর রহমান মকে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

 

মোখলেছুর রহমান বলেন, ভোট গ্রহণের শুরুতেই কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের জোর বের করে দেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।  

ভোটের দিন ছাড়াও কয়েকদিন ধরে বিএনপি নেতা-কর্মীদের বাড়িছাড়া করতে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এতে পুরো উপজেলায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যেও যারা ভোট দিতে গেছেন তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।  

এসব বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে বারবার বলা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এটি একটি হাস্যকর ও প্রহসনের নির্বাচন। তাই এই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচন বাতিল করে আগামীতে আবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি করেন মোখলেছুর রহমান মকে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।