ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, অক্টোবর ১৯, ২০২০
ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার

ঢাকা: ব্যক্তিগত সফরে আগামী বছর ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।  

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এ সংক্রান্ত একটি নথি থেকে এ তথ্য জানা গেছে।

নথিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে মাহবুব তালুকদার ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন ২৫ জানুয়ারি। মাহবুব তালুকদারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব ও ইসি সচিবালয়ের তার ব্যক্তিগত সচিব মো. এনাম উদ্দিন। এ সফরের সব খরচই মাহবুব তালুকদারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।

এর আগে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সফর করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।