ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

ঢাকার দুই আসনের উপ-নির্বাচনে থাকছে বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ঢাকার দুই আসনের উপ-নির্বাচনে থাকছে বিজিবি ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এজন্য আসনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে না।

একইসঙ্গে ভোট গ্রহণের আগের দুই দিন এবং পরের এক দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে থাকছে নিষেধাজ্ঞা। চলতে পারবে গণপরিবহন।  

বুধবার (১৪ অক্টোবর) নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

এতে বলা হয়, ঢাকা-৫ আসনে ভোট অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। এর জন্য ১৬ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ১৭ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক আপ চলাচল করতে পারবে না। একইসঙ্গে ১৫ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ১৮ অক্টোবর মধ্যরাতে ১২টা পর্যন্ত চলতে পারবে না মোটরসাইকেল।

অন্যদিকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এস এইচ এস/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।