ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কালাই পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
কালাই পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন বিএনপি প্রার্থীর ভোট বর্জন। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: এজেন্টকে মারধর করাসহ নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের উপস্থিতিতে কালাই সিনেমা হল সংলগ্ন দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।



তিনি অভিযোগ করে বলেন, কালাইয়ে এই প্রথম কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। এই পদ্ধতিতে আমরা ভোটগ্রহণের পক্ষে ছিলাম না।

কিন্তু এর পরও ভোটগ্রহণ যখন শুরু হয়, সে সময় থেকেই আমরা লক্ষ্য করেছি প্রতিটি কেন্দ্রে বিএনপি মনোনীত এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। এছাড়াও ভোটারদের আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নেতাকর্মীরা চাপ প্রয়োগ করে ভোট নিচ্ছেন। তাই আমি লোক দেখানো এমন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ শুরু করেন।

নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেনমেয়র প্রার্থী ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল নৌকা প্রতীক, জেলা বিএনপির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো.আনিছুর রহমান তালুকদার ধানের শীষ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদ নারিকেল গাছ প্রতীক।

কালাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৩ হাজার ৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন এবং নারী ভোটার ৭ হাজার ৭২ জন। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

উল্লেখ্য: চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।