ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটারদের উপস্থিতি কম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটারদের উপস্থিতি কম

ঢাকা: সাম্প্রতিককালের নির্বাচনে অনিয়মের কারণে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছে। এ কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসছেন না। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদ এ কথা বলেন।  

তিনি বলেন, সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে অনিয়ম দেখেছি।

আমি মাঠে আছি। অনিয়মের বিষয়গুলো নিয়ে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবো।  

শাফিন আহমেদ বলেন, ভোটার উপস্থিতি লক্ষ্য করার মতো নয়। বিগত সময়ের কয়েকটা নির্বাচনে এতো অনিয়ম হয়েছে যে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে।  

শাফিন আহমেদ দুপুর সোয়া ১২টার দিকে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ