ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কুষ্টিয়া-১ আসনে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কুষ্টিয়া-১ আসনে নৌকার জয় আ.ক.ম সরোয়ার জাহান বাদশা। ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১২৬ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছে।  

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪২০ ভোট।

 

আসনটি দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভারত সীমান্ত সংলগ্ন এ আসনে হাল নাগাদসহ মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪১ হাজার ১১২। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৬৮৭ জন ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৪২৫ জন।  

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট কেন্দ্র ১২৬টি। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আ.ক.ম সরোয়ার জাহান বাদশা (নৌকা প্রতীক), রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ প্রতীক), শাহরিয়ার জামিল (লাঙ্গল প্রতীক), নাজমুল হুদা (হাতপাখা প্রতীক) এবং আশরাফুল আলম (টেলিভিশন)।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।