ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্ধারিত সময়ে ৫ সিটি নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫০, মার্চ ১৪, ২০১৮
নির্ধারিত সময়ে ৫ সিটি নির্বাচন বক্তব্য রাখছেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: কোনো আইনে বাধা না থাকলে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ সিটি করোপরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৪ মার্চ) দুপুরে সচিবলয়ের নিজ দফতরের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একশ থেকে আশি দিনের মধ্যে পাঁচ সিটি করোপরেশনের নির্বাচন অনুষ্ঠানের কোনো বাধ্যকতা আছে কিনা।

আমরা তা বিভাগীয় কমিশনের কাছে জানতে চেয়েছিলাম। এসব সিটি করপোরেশনের কোনো তফসিল ও ভোটার লিস্ট তফসিল নিয়ে কোনো মামলা আছে কিনা?  প্রতিবেদন পেলে নির্বাচন কমিশন যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত আর মামলা থাকলে হবে না। আগামী সাত থেকে আটদিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।

পাঁচ সিটি করোপরেশনের নির্বাচন নিয়ে আমরা কোনো বাধা দেখছি না। তবে বাধা দিয়ে প্যাঁচের মধ্যে পরতে চাই না বলে মন্তব্য করেন সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা মার্চ ১৪, ২০১৮
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।