ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লার ১৪ ইউপিতে আ’লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কুমিল্লার ১৪ ইউপিতে আ’লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী দাউদকান্দি

কুমিল্লা: কুমিল্লার চারটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৪টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রমতে, লাকসাম উপজেলায় তিনটি ইউনিয়নের মধ্যে বাকই দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আউয়াল। তিনি পেয়েছেন সাত হাজার ৬০ ভোট।

মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহিদুল ইসলাম শাহীন আট হাজার ২১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রশিদ সাত হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নাঙ্গলকোট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে আদ্রা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মো. আবদুল ওহাব, আদ্রা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মো. তাজুল ইসলাম মজুমদার, বটতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এন কে এম সিরাজুল আলম, দৌলখাঁড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আবুল কালাম ভূঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মিয়াজী, জোড্ডা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাসুদ রানা ভূঁইয়া, রায়কোট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম মজুমদার ও রায়কোট দক্ষিণ ইউনিয়নে মনোনীত প্রার্থী মজিবুর রহমান মজিব বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দাউদকান্দির তিনটি ইউনিয়নের মধ্যে বারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মো. মনির হোসেন তালুকদার, দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে মোহাম্মদ মহিন উদ্দিন এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মামুনুর রশিদ এবং সদর দক্ষিণ (লালমাই) উপজেলার বাকই উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আইউব আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এছাড়া মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে খোকন মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।