প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটাধিকার প্রয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত নির্বাচন কমিশনকে (ইসি) জানানোর কথা থাকলেও বিএনপি এখনো সাড়া দেয়নি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ অধিকাংশ দল তাদের মতামত দিয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি ছাড়া অধিকাংশ দল তাদের মতামত দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মতামত দিয়েছে। এক্ষেত্রে সবাই জোর দিয়েছে অনলাইনে ভোটিং ব্যবস্থার পক্ষে।
দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নির্ধারণে গত ২৯ এপ্রিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক সেমিনার করে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে বুয়েট, এমআইএসটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির কাছে প্রবাসীদের জন্য অনলাইন, প্রক্সি ও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থার ওপর কারিগরি মতামত চায় সংস্থাটি।
পরে ওই সেমিনারে দলগুলোর সামনে তিন কারিগরি টিম থেকে তিনটি প্রস্তাবনা উপস্থাপনা করা হয়। দলগুলো তাৎক্ষণিক মতামত দিলেও দলীয় ফোরামে আলোচনা করে ১৫ দিনের মধ্যে লিখিত আকারে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথা জানায়।
ওই দিন জামায়াতে ইসলামী, এনসিপি প্রক্সি ভোটিং ব্যবস্থা নিয়ে সন্দেহের কথা জানায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেদিন বলেন, যেই পদ্ধতিতেই ভোট নেওয়া হোক না কেন, কেবল এনআইডি নয়, প্রবাসীদের পাসপোর্টকেও যেন আমলে নেওয়া হয়। আর দলীয় ফোরামে আলোচনা করে লিখিত মতামত পরবর্তীতে জানানোর কথাও বলেন তিনি।
ওই সেমিনারের প্রায় এক মাস পেরিয়ে গেলেও বিএনপির মতামত ইসিতে না আসার বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এরপর যাদের মতামত পাওয়া যাবে, সেগুলো নিয়েই কারিগরি পরামর্শক টিমের সঙ্গে আলোচনায় বসবে সংস্থাটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোট ব্যবস্থা।
বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলামকে প্রধান করে ১২ সদস্যের ওই পরামর্শক টিমে সমন্বয়ক হিসেবে রয়েছেন ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, এমআইএসটির সাবেক কমান্ডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ খান, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া ও আইন শাখার যুগ্মসচিব মো. ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রশাসক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনসুলার ও ওয়েলফেয়ার) ও এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম।
পরামর্শ টিমের সদস্যরাই নিজেদের মধ্যে ভাগ হয়ে তিনটি (অনলাইন, প্রক্সি ও পোস্টাল ব্যালটে ভোট) প্রস্তাবনা ইসিকে দিয়েছেন। যেগুলোর ওপর মতামত জানিয়েছে দলগুলো। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে বলেছেন, দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটের সব চেষ্টা বৃথা যাবে। আমরা পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই। অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি।
২৯ এপ্রিলের সেমিনারে বিএনপিসহ এলডিপি, সিপিবি, জেএসডি, বাংলাদেশ মুসলিম লীগ, এনপিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, সাংস্কৃতিক মুক্তিজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাসদ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।
এ ছাড়া অনিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিরাও ইসির আমন্ত্রণে অংশ নেন।
ইইউডি/এমজেএফ