ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

শিগগিরই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মে ৬, ২০২৫
শিগগিরই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

ঢাকা: শিগগিরই সংসদীয় আসনগুলো সীমানা নির্ধারণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চলতি মাসেই এই কার্যক্রম শুরু করা হতে পারে।

মঙ্গলবার (৬ মে) ইসির সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।  

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনে ইসির দেওয়ার প্রস্তাবে অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে, বিষয়টি উত্থাপন করা হলে ইসি সচিব বলেন, তাহলে তো খুব ভালো হলো। শিগগিরই আমরা কাজটা শুরু করতে পারবো। এটা আরও আগে হলে আমরা আরও আগে কাজটি শুরু করতে পারতাম।  

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিভিন্ন ও দল ব্যক্তির কাছ থেকে চার শতাধিক আবেদন এসেছে। সেই আবেদনগুলোর ভিত্তিতেই আমরা সীমানা নির্ধারণ করবো। এক্ষেত্রে আমরা নিজে থেকে কোনো সীমানায় হাত দেবো না। আমরা কেবল আদম শুমারির রিপোর্ট প্রকাশের পর ও সংসদ নির্বাচনের আগে নিজে থেকে করতে পারি। যেহেতু এই আইনের বলে দ্বাদশ সংসদ নির্বাচনের আগের কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। তাই এটা করতে গেলে আবার পরবর্তী আদম শুমারির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষা যাতে না করতে হয়, সেজন্যই আমরাই আইনটি সংশোধনের প্রস্তাব করেছিলাম। এখন কতটুকু সরকার থেকে রেখেছে সেটা আসলে বলা যাবে।  

ইসির সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য একজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এখন সেই কমিটির ভিত্তিতে করবো, নাকি নথির মাধ্যমে করবো সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে আমরা দ্রুই কাজটি শুরু করবো।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।