ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, এপ্রিল ২৪, ২০২৫
অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া সুসান রাইলি

ঢাকা: অবাধ, সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন দেশটির হাইকমিশনার সুসান রাইলি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি সিইসি আমাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। আমরা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছি। অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার নির্বাচন প্রত্যাশা করে। আমাদের খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায়।

এর আগেও ইসির সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিকরা বৈঠক করে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন৷ একই সঙ্গে অনেকে নির্বাচনী সহায়তাও দিতে চেয়েছেন।  

এছাড়াও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা দিচ্ছে ইউএনডিপি।

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইসি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ইইউডি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।