ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংরক্ষিত নারী আসনে ভোট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সংরক্ষিত নারী আসনে ভোট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি)। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, আমরা মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে অভিযোগ আসেনি।

মনিরুজ্জামান তালুকদার বলেন, জাতীয় পার্টি থেকে দুটি ও আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ ফেব্রুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহার কেউ না করলে এবং প্রত্যাহারের সময়ের পর বৈধ প্রার্থী যারা থাকবে এক্ষেত্রে আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের আর প্রতীক বরাদ্দের প্রয়োজন হবে না। যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।