ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাট-১ আসনে সামছুল আলম দুদু জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৯, জানুয়ারি ৮, ২০২৪
জয়পুরহাট-১ আসনে সামছুল আলম দুদু জয়ী সামছুল আলম দুদু

জয়পুরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৯টা ২৫ মিনিটে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী এ ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।