ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাঙচুর-আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাঙচুর-আগুন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা ব্যালট বাক্স ভাঙচুরসহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করে তারা।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

দুপুর পৌনে ২ টার দিকে সরেজমিন ওই কেন্দ্রে গেলে প্রশাসনসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে অবরুদ্ধ অবস্থায় দেখা যায়।

খবর পেয়ে ২টার দিকে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে তালা খুলে বাইরে আসেন তারা।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশবাড়ী কৃষি ব্যাংক ব্যবস্থাপক মোদাচ্ছের হোসেন তালুকদার জানান, দুপুরে ভোট চলার সময়ে কেন্দ্রে হামলা চালায় দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা।

তারা বিদ্যালয় চত্বরে কয়েকটি ককটেল বিস্ফোরণসহ কেন্দ্র দখলে নিয়ে ভোট কক্ষে ঢুকে দুটি ব্যালট বাক্স ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিদ্যালয়ে জানালা-দরজাসহ বারান্দার গ্রিল ভাঙচুর করে হামলাকারীরা।

সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।