ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৮ জুন ২০২৩, ১৯ জিলকদ ১৪৪৪

নির্বাচন ও ইসি

পরিচয়হীনদের এনআইডি জটিলতা কাটছে না

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
পরিচয়হীনদের এনআইডি জটিলতা কাটছে না

ঢাকা: যাদের বাবা-মা নেই তাদের ভোটার হওয়ার ক্ষেত্রে বাধা কাটলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে জটিলতা থেকেই গেল।

নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এতিমখানা, পতিতালয়ে বেড়ে ওঠা বা যারা নিজেদের বাবা-মায়ের নাম জানেন না কিংবা যারা তৃতীয় লিঙ্গের হওয়ার পরিবার পরিচয় দিতে অস্বীকৃতি জানায়; এমন নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল বাবা-মায়ের নাম ছাড়াই ভোটার করে নেওয়ার।

 

সম্প্রতি ভোটার তালিকা বিধিমালা-২০১২ সংশোধন করে এ সুযোগ তৈরি করেছে ইসি। অর্থাৎ যাদের বাবা-মা নেই বা পরিচয় নেই, তাদের ভোটার হওয়ার ক্ষেত্রে আর মিথ্যা পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না। কেননা, বাবা-মায়ের নামোল্লেখ না করেই ভোটার হওয়া যাবে।  

ভোটার তালিকা বিধিমালা-১২ এর নিবন্ধন ফরম-২ এরপর ৫৮ নম্বর ক্রমিকে আগে বাবা-মায়ের নাম, এনআইডি নম্বর অথবা ভোটার নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। এখন বাবা-মায়ের নাম অজানা থাকলে সংশ্লিষ্ট ক্রমিকে ‘অপ্রাপ্য’ শব্দটি লিখলেই হবে।  

ভোটার তালিকার ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র সরবরাহ করে থাকে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এনআইডির কোনো আইনে এ ধরনের পরিবর্তন বা সংশোধন আনা হয়নি। ফলে কোনো ব্যক্তি বাবা-মায়ের নামোল্লেখ না করে ভোটার হতে পারলেও এনআইডি পাচ্ছেন না।  

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটার তালিকাভিত্তিতে এনআইডি সরবরাহ করা হলেও, এনআইডির জন্য পৃথক আইন রয়েছে। এর ভিত্তিতে কী তথ্য এনআইডিতে প্রদর্শিত অবস্থায় থাকবে তা নির্ধারণ করা হয়। আগে বাবা-মায়ের সঙ্গে স্বামী-স্ত্রীর নামও থাকতো। কিন্তু এতে জটিলতা সৃষ্টি হয় বলে এখন কেবল অন্যান্য তথ্যের সঙ্গে বাবা-মায়ের নাম প্রদর্শিত থাকে। কেননা, পরিচয় নির্ধারণে এই দুটো গুরুত্ব অনেক। ভোটার তালিকা বিধিমালা সংশোধন হওয়ায় সংশ্লিষ্ট পরিচয়হীন ভোটারের এনআইডিতে বাবা-মায়ের ঘরটি ফাঁকা থাকবে। নাকি কোনো ঘর থাকবে না অথবা বাবা-মায়ের ঘরে ‘অপ্রাপ্য’ শব্দটি উল্লেখ থাকবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। ফলে বাবা-মায়ের নামোল্লেখ না করে ভোটার হওয়া গেলেও জাতীয় পরিচয়পত্র হবে না।  

এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বলেন, আমরা এখনই এনআইডিতে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই না। কেননা, এটি খুব স্পর্শকাতর বিষয়। ভোটার হওয়ার সুযোগ পরিচয়হীনদের ক্ষেত্রে তৈরি করা হয়েছে। তবে এখনও এ ধরনের ব্যক্তি আমরা এখনও পাইনি। এমন কেউ ভোটার হলে তখন তাকে কীভাবে এনআইডি দেওয়া যায়, তখন সিদ্ধান্ত নেবো।  

তিনি বলেন, আমাদের সামাজিক অবস্থা ইউরোপ-আমেরিকার মতো নয়, যে বাবা-মায়ের ছাড়া কারো পরিচয় গ্রহণ করে। এক্ষেত্রে এনআইডিতে বিষয়টি উল্লেখ করলে অনেকের ক্ষেত্রে আরও সামাজিক জটিলতা বাড়তে পারে। তাই পরিচয়হীন কোনো ভোটার এলে তখন আমরা করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবো।  

আরও পড়ুন>>>> 

‘পরিচয়-ঠিকানাহীনদের’ নিয়ে জটিলতায় ইসি

পরিচয়হীনদের জন্য বিশেষ বিধান আনা হবে: স্পিকার

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa