ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হেলমেট ছাড়া ঢোকা যাবে না শাবিপ্রবি ক্যাম্পাসে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
হেলমেট ছাড়া ঢোকা যাবে না শাবিপ্রবি ক্যাম্পাসে

শাবিপ্রবি (সিলেট): মোটরসাইকেল আরোহীদের হেলমেট ছাড়া ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাবিপ্রবি প্রশাসন।

রোববার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা হেলমেট ছাড়াই ক্যাম্পাসে ঢুকে অবাধে চলাচল করে। নিরাপত্তার দিক বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, এটি আগেও ছিল’।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট ক্যাম্পাসের বাইরে বন্ধুদদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান শাবিপ্রবির এক ছাত্রী। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হলের পাশের ফটকে হেলমেট ছাড়া প্রবেশ নিষেধ বিষয়ক একটি ‘বিশেষ বিজ্ঞপ্তি' টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে 'হেলমেট ব্যাতিত মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।