ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বুয়েটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, আগস্ট ১৫, ২০২২
বুয়েটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়, (ঢাবি): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১ টার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় স্লোগানও দেন নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল বাংলানিউজকে বলেন, আমাদের ফুল দেওয়ার কর্মসূচি ছিল। এ সময় স্লোগান দেওয়া হয়। বঙ্গবন্ধুকে স্মরণ করাই উদ্দেশ্য ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করতে কোনো বিধিনিষেধ নেই।

এর মাধ্যমে কি বার্তা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু ও ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি জায়গায় থাকবে।

কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শনিবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা বুয়েটে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে শোকসভার আয়োজনকে ঘিরে উত্তাল রয়েছে বুয়েট।

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০২২
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।