ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ইউল্যাবের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ইউল্যাবের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সামার সেমিস্টার ২০২২ এর নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজিত হয়েছে।

গত ১৬ জুন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সকালের সেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রশাসনিক প্রধান আন্দ্রেয়াস হিউবার্গার সাফল্যের চাবিকাঠি হিসেবে শিক্ষার্থীদের মুক্তমনা হবার ওপর জোর দেন।

বিকেলের সেশনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী গ্রুপের পরিচালক নাভিদুল হক। ভার্চ্যুয়াল আলোচনায় তিনি শিক্ষার্থীদের সময়ের প্রতি যত্নবান হবার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরকে পরিকল্পনামাফিক কাজে লাগানোর ওপর জোর দেন।  

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মালিহা মান্নান আহমেদ লিবারেল আর্টস শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান নবীনদের বিশ্ব নাগরিক হয়ে উঠবার পরামর্শ দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউল্যাবের স্টুডেন্টস অ্যাফেয়ার অফিসের পরিচালক রেহান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২২
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।