ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ১, ২০২২
ইবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দু’টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ রাসেল হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মা।

 

অপরদিকে খালেদা জিয়া হলে বাংলা বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১ জুন) থেকে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন বলে রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে। একই সঙ্গে তাদের ক্যাম্পাসে বসবাসের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শেখ রাসেল হলে বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম ও খালেদা জিয়া হলে আইন বিভাগের প্রফেসর ড. রেবা মণ্ডল দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, দায়িত্ব পাওয়ার পর যোগদান করেছি। হলে যেসব যায়গায় কাজ করার সুযোগ আছে, সেগুলো খুঁজে বের করে কাজ করার চেষ্টা করব। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ