ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, মে ২১, ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক ফটো ফেস্টিভ্যাল সিজন-২ শুরু হয়েছে।  

শনিবার ( ২১ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে দুই দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

 

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে।

আয়োজকরা জানান, অনলাইন ইভেন্টের মাধ্যমে ড্রোন ফটোগ্রাফি, ন্যাচার, পোট্রের্ট, লাইফস্টাইল, স্ট্রিটসহ বিভিন্ন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়। যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, ভারত, ভুটান প্রভৃতি দেশ থেকে আলোকচিত্রীরা প্রায় এক হাজার ২০০ ছবি জমা দেন।

১২০টি ছবি প্রাথমিক ভাবে বাছাই করা হলেও প্রদর্শনীতে চূড়ান্ত ভাবে বাছাইকৃত ৮২টি রাখা হয়েছে।  

সেরা ৬টি ছবির আলোকচিত্রীকে প্রদর্শনীর শেষ দিনে সর্বমোট ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা কিনতে পারবেন, প্রতিটি ছবির মূল্য ২৫০০ টাকা। তবে পুরস্কারপ্রাপ্ত ছবি কিনতে চাইলে পাঁচ হাজার টাকা লাগবে।  

সংগঠনটির সভাপতি সোহানুর রহমান বলেন, প্রতিটি ছবিই নতুন গল্পের জন্ম দেয়। সমাজের যুবক শ্রেণি যখন নেশাগ্রস্ত বা মাদকাসক্ত তখন একটি সুস্থ সংস্কৃতির চর্চা করতে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি, যাতে যুবসমাজ সুস্থ সংস্কৃতির চর্চা করে। তারা যেন নিজের দেশকে উপস্থাপন করতে পারে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২১, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।