ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এলএলবি শেষ পর্ব পরীক্ষায় পাশের হার ৮৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
এলএলবি শেষ পর্ব পরীক্ষায় পাশের হার ৮৬ শতাংশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শেষ পর্বে পাশের হার ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ মে) এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এলএলবি শেষ পর্ব পরীক্ষায় ১০ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার ৮৬ শতাংশ।

এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে অগাামী ১ মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ সম্পর্কিত কোনো আপত্তি অথবা অভিযোগ গৃহীত হবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৮, মে ১৯, ২০২২
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।