ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

খুলনা: খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় খুলনা কনভেনশন সেন্টারে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।



নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. বজলার রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। তারা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরও সজাগ হতে বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল, লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লা-হেল বাকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ মাহরুফুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা, শিক্ষক-কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।