ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

কুবির পাঁচ অনুষদে নতুন ডিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
কুবির পাঁচ অনুষদে নতুন ডিন

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।  

বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় নতুন ডিন নিয়োগের সিদ্ধান্ত আসে।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

পাঁচটি অনুষদের নতুন নিযুক্ত ডিনরা হলেন- বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মওলা, বিজনেস স্টাডিস অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী এবং প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসাইন।

দায়িত্বপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি এসব অনুষদের ডিনদের দায়িত্বের মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।