ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এইচএসসি: ভোলায় পাসের হার ৯৪.৫৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এইচএসসি: ভোলায় পাসের হার ৯৪.৫৮ ফাইল ছবি

ভোলা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভোলায় পাস করেছে ৮ হাজার ৭০২ জন।
 
এদের মধ্য ছেলে ৪ হাজার ৭২৪ জন এবং মেয়ে ৩ হাজার ৯৭৮ জন।

এইচএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

সূত্র জানায়, এ বছর ভোলার ৫৩টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪৮৪ জন।  এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ২০১ জন শিক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৭০২ জন।  

এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৪ জন। যাদের মধ্যে ছেলে ৫১৩ জন এবং মেয়ে ৭০১ জন।  

ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।

অন্যদিকে, এ বছর জেলার ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।  

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।