ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সিলেট বোর্ডে শতভাগ পাস ৫৩ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
সিলেট বোর্ডে শতভাগ পাস ৫৩ প্রতিষ্ঠান ...

সিলেট: এবারের উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ পাসের তালিকায় রয়েছে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

করোনাকালীন সময়ে অটোপাসের বছর বাদ দিলে গত ৪ বছরের মধ্যে এবারই সর্বাধিক প্রতিষ্ঠান রয়েছে পাসের তালিকায়।

সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে এবার ২৯৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮৫টি কেন্দ্রে এবার পরিক্ষায় বসেছিল। এর মধ্যে ৫৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছেন। তবে শতভাগ ফেল এমন প্রতিষ্ঠানের সংখ্যা বোর্ডে একটিও নেই।

ফলাফল পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে করোনাকালীন ২৯৬ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়। ২০১৯ সালে শতভাগ পাস পাসকৃত প্রতিষ্ঠান ছিল ৭টি, ২০১৮ সালে ১০ এবং ২০১৭ সালে ৮টি।

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। বোর্ডের অধীনে মোট ৬৭ হাজার ৯৯৮ পরিক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরিক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।