ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রোড পেইন্টিংয়ে ‘মৃত্যু অথবা মুক্তি’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
রোড পেইন্টিংয়ে ‘মৃত্যু অথবা মুক্তি’

শাবিপ্রবি (সিলেট): উপাচার্যের পদত্যাগে ‘মৃত্যু অথবা মুক্তি’ শিরোনামে রোড পেইন্টিং করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভিসির বাস ভবনের সামনে এই স্লোগান সংবলিত রোড লিখা শুরু করেন তারা।

এদিকে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মুক্ত আলোচনা করবেন শিক্ষার্থীরা।

‘মৃত্যু অথবা মুক্তি’ নিয়ে রোড় পেইন্টিং করা এক শিক্ষার্থী বলেন, আমরা এই স্বৈরাচারী কালচার থেকে মুক্তি চাই, নইলে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রমগুলো ভেস্তে যাবে।

এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে উপাচার্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া এদিন সকালে দীর্ঘ ১৩ দিন আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের মুল ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক বিল্ডিংসকসহ সবকিছু খুলে দেওয়া হয়।

তাছাড়া, বুধবার সকালে দীর্ঘ ১৬৩ ঘণ্টা পর বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের হাতে ২৮ শিক্ষার্থী অনশন ভাঙেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।