ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শিক্ষার্থী-বিভাগ সম্মত থাকলে সশরীরে পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
শিক্ষার্থী-বিভাগ সম্মত থাকলে সশরীরে পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসমূহ শিক্ষার্থী ও বিভাগ সম্মত থাকলে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৩ জানুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষ অনার্স ও মাস্টার্সের চলমান পরীক্ষাসমূহ সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ ও বিভাগ সম্মত থাকলে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।