ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ইবি ছায়া জাতিসংঘের সভাপতি রাসেল, সম্পাদক নাহিদ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
ইবি ছায়া জাতিসংঘের সভাপতি রাসেল, সম্পাদক নাহিদ রাসেল মুরাদ (সভাপতি) ও নাহিদ হাসান (সাধারণ সম্পাদক)

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আইইউমুনা) নতুন সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাসেল মুরাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।  

২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এ দায়িত্ব পান তারা।

আগামী বছরের জুন মাস পর্যন্ত তারা দায়িত্ব এ পালন করবেন।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, ট্রাস্টি সদস্য ইসমাইল হোসেন এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২১-২২ এর রিটার্নিং অফিসার সফিউল্লাহ বাহাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয় সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উন্নয়ন অধ্যয়ন বিভাগের আনিসুর রহমান সায়মান, ডিরেক্টর অব ডকুমেন্টেশন অ্যান্ড ব্রান্ডিং হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুবায়ের আহমেদ মনোনীত হয়েছেন।

এছাড়া ডিরেক্টর অব ফাইন্যান্স হিসেবে অর্থনীতি বিভাগের নাজমুস সাকিব খান, ডিরেক্টর অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের আফিয়া তানজুম আল্পনা, ডিরেক্টর অব মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন ইংরেজি বিভাগের আয়েশা বিনতে রাশেদ তিথি এবং ডিরেক্টর অব লজিস্টিক্স হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ফারিয়া বিনতে ইসলাম মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।