ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হতাশাগ্রস্ত হয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা!

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
হতাশাগ্রস্ত হয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা! হতাশাগ্রস্ত হয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা!

শাবিপ্রবি (সিলেট): হতাশাগ্রস্ত হয়ে চঞ্চল চক্রবর্তী নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৫ নভেম্বর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত।

এর আগে, রোববার (১৪ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন চঞ্চল। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৩০২৯ রুমে থাকতেন।

চঞ্চল ঝিনাইদহ জেলার সলগোপা থানার মাধবপুর গ্রামের বাসিন্দা শিবপ্রদীপ কুমার চক্রবর্তীর ছেলে।

উপদেষ্টা আজহারুল আরাফাত বলেন, আমরা সকালে জানতে পেরেছি চঞ্চল রোববার রাতে তার গ্রামের বাড়িতে (ঝিনাইদহ) আত্মহত্যা করেছেন। যতটুকু জেনেছি তার বন্ধু-বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। তিনি এখনো বের হতে পারেনি। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন চঞ্চল।

তিনি বলেন, এ ঘটনায় রসায়ন পরিবার দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।