ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু সোমবার

খুলনা: জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির আবেদন সোমবার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২১ সালের ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.ku.ac.bd) গিয়ে আবেদন করতে পারবেন।

 

ভর্তিচ্ছুরা উল্লিখিত লিংকে অনলাইনে আবেদন পদ্ধতি এবং স্কুল (অনুষদ) ও ডিসিপ্লিন (বিভাগ) কর্তৃক আরোপিত পৃথক শর্তগুলো বিস্তারিতভাবে জানতে পারবেন।  

শিক্ষার্থীরা সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। আবেদনের বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।  
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমআরএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।