ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিলেন সামিউল ইসলাম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিলেন সামিউল ইসলাম

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

শুক্রবার (১ অক্টোবর) রাতে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন নতুন হল প্রভোস্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

নিজের অনুভূতি ব্যক্ত করে সামিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যার আমাকে এ মহান দায়িত্ব দেওয়ায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

তিনি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের দায়িত্বে স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

দায়িত্ব গ্রহণকালে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সহকারী হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার, সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসেন, প্রভাষক তৌফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক মশিউল আলম মিশু, প্রভাষক মো. হেদায়েতুল্লাহ আল হাদীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সামিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ২০১০ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে ২০১৫ সাল থেকে ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।