ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন

ঢাকা: আগামী শনিবার (২ অক্টোবর) থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করে নিতে হবে।  

নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এ সময়সূচি প্রকাশ করেছে।  

এছাড়াও মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।  

পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন নেওয়া হবে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো নেওয়া হবে মধ্যাহ্নবিরতির পর।  

মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।