ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

প্রগতি স্কুল খুঁজে পেল ১৯৪ অরিজিনাল সার্টিফিকেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
প্রগতি স্কুল খুঁজে পেল ১৯৪ অরিজিনাল সার্টিফিকেট

ঢাকা: এসএসসির অরিজিনাল সার্টিফিকেটের (মাধ্যমিকের মূল সনদ) খোঁজ পেয়েছেন সরকারি প্রগতি স্কুল কর্তৃপক্ষ। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ১৯৪ জন শিক্ষার্থীর  অরিজিনাল সার্টিফিকেটের খোঁজ মিলেছে।

এ ঘটনায় অফিস সহকারী জয়নাল আবেদীনকে শোকজ করা হয়েছে।  

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।  

বুধবার (২২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অরিজিনাল সার্টিফিকেটের খোঁজে ঢাকা শিক্ষাবোর্ডে  প্রতিষ্ঠানের দু’জন শিক্ষকসহ অফিস সহকারীকে পাঠান। যোগাযোগ করলে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ১৯৪ জন শিক্ষার্থীর  অরিজিনাল সার্টিফিকেটের খোঁজ মেলে। সেখান থেকে অরিজিনাল সার্টিফিকেট স্কুলে নিয়ে আসা হয়েছে। এসএসসির অরিজিনাল সার্টিফিকেট পাওয়া গেছে, এ খবর শুনে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। অনেকে আনন্দ, উল্লাসে মেতে ওঠেন, অনেকে মিষ্টি বিতরণ করেন।  

সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, আমরা অরিজিনাল সার্টিফিকেট খুঁজে পেয়েছি। বুধবার সকালে দু’জন শিক্ষক ও অফিস সহাকারীকে একত্রে বোর্ডে পাঠানো হয়। সেখানে গিয়ে মূল সনদের খবর মেলে। অফিস  সহকারীকে জিঞ্জাসা করেছি সার্টিফিকেট হারিয়েছে এ ধরনের ভুল তথ্য কেন দেওয়া হয়েছে। তাকে শোকজ করেছি। আমারা অরিজিনাল সার্টিফিকেট পেয়েছি। এখন ডুপ্লিকেট সার্টিফিকেট বোর্ডে ফেরত দেব।  

নকল সার্টিফিকেট: বিশ্বাস আর অবিশ্বাসের দোটানায় অভিভাবক-শিক্ষার্থীরা

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএমআই/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।