ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

ঢাকা: করোনা ভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির কারণে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।  

মঙ্গলবার (২২ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নন-ক্যাডার) নূর আহমদ এ তথ্য জানিয়েছেন।

 

লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। পরে জুন থেকে শুরু হয়। এর আগেও এক দফা স্থগিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ২২, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।