ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবি শিক্ষার্থীদের টিকার আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

জবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ৮, ২০২১
জবি শিক্ষার্থীদের টিকার আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য করোনা টিকার অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (১০ জুন)। এখন পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন সাত হাজার ৪৭৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

রেজিস্ট্রার ইঞ্জিনিয়ারিং মো. ওহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের টিকার আবেদন জন্য সময়সীমা শেষ হবে আগামী বৃহস্পতিবার (১০ জুন)। এরপর আর সময়সীমা বাড়ানো হবেনা। এ সময় তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করার জন্য আহ্বান করেন।

বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক উজ্জল কুমার আচার্য বাংলানিউজকে জানান, গত ৩ জুন থেকে শুরু হওয়া অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন সাত হাজার ৪৭৭ জন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ০৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।