ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে পরীক্ষা স্থগিতের পর সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে এক জরুরি সভার আহ্বান করেছে সরকার।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ভার্চ্যুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং  প্রোভিসি।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা যুক্ত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

পরীক্ষা স্থগিতের ঘোষণার পর সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বুধবার সকাল থেকে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমআইএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।