ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী

রাবি: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী পদত্যাগ করেছেন।  

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেন।  

অধ্যাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। আজ সিন্ডিকেট সভায় সেটি গৃহীত হয়েছে।  

তবে পদত্যাগের বিষয়ে জানতে অধ্যাপক এমএ বারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়।  

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছেন অধ্যাপক এমএ বারী।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।