ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট এয়ারপোর্টরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্সাল মসিহুজ্জামান সেরনিয়াবাত এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় বিমান বাহিনীর প্রধান বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস সম্পকিত প্রথম ও একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয় অধিনে বৈমানিক, বিমান প্রকৌশল ও  মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে উচ্চ শিক্ষার তাত্ত্বিক ও ব্যবাহারিক প্রশিক্ষণ ২০২১-২০২২ শিক্ষা বর্ষে শুরু হবে। বিএসসি ইন অ্যারো স্পেস, বিএসসি ইন অ্যাভিওনিক্স, বিএসসি ইন এমই, বিএসসি ইন ইইই, বিএসসি ইন সিএসই এই পাঁচটি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে প্রাথমিকভাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এয়ার ভাইচ মার্সাল এ এইচ এম ফজজুল হক, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।