ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

খাজা নাজিম উদ্দিন নামের স্কুলের নাম পরিবর্তন করার দাবি 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
খাজা নাজিম উদ্দিন নামের স্কুলের নাম পরিবর্তন করার দাবি  খাজা নাজিম উদ্দিন নামে স্কুলের নাম পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ

পাবনা (ঈশ্বরদী): বাংলা ভাষার প্রথম বিরোধিতাকারী খাজা নাজিম উদ্দিনের নামে স্কুলের নাম পরিবর্তন করার দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  ছাত্রলীগ।  

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতারা এ কর্মসূচি পালন করে।

 

ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে ছাত্রলীগের নেতারা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ঈশ্বরদী রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় প্রধান ফটকে থাকা ‘নাজিম উদ্দীন’ নামটি মুছে দিয়েছেন।  

সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুরুল হক শাওন, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি খন্দকার আরমান প্রমুখ।  

বক্তারা বলেন, ১৯৫১ সালের ১৬ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন খাজা নাজিম উদ্দীন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা বাংলা করতে বিরোধীতা করে একমাত্র রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে প্রকাশ্য সমর্থন দেন। সেই সময় উর্দুকে প্রতিষ্ঠার লক্ষ্যে তার নামে দেশে বেশ কিছু বিদ্যালয় হয়। পাবনার ঈশ্বরদী পৌর এলাকার নিউকলোনি এলাকায় এর মধ্যে একটি ‘বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়’। ভাষা আন্দোলনের ৬৮ বছর পেরিয়ে গেলেও এখনও বিদ্যালটির সঙ্গে বাংলাবিরোধী নাজিম উদ্দীনের নাম জড়িয়ে আছে।  

বিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবি তুলে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলুর নামে প্রতিষ্ঠানটির নাম দেওয়ার জন্য সংশ্লিষ্ট রেলের ঊর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।  

১৯৫২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন হলেও রেলওয়ে মন্ত্রণালয় পরিচালিত। শিক্ষাকার্যক্রম বোর্ড পরিচালিত হলেও পুরো নিয়ন্ত্রণ রয়েছে রেল মন্ত্রণালয়ের। ঈশ্বরদী পৌর এলাকার বিহারী অধ্যুষিত ফতেমোহাম্মদপুর মহল্লায় উঁচু দেয়ালে ঘেরা বিদ্যালয়টি প্রধান ফটকেই বড় সাইনবোর্ডে লেখা ‘বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়’।

বাংলাদশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad