ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীর মেধা বিকাশে সহায়ক হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, জানুয়ারি ১, ২০২০
শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীর মেধা বিকাশে সহায়ক হচ্ছে

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ায় সারাবছর পড়ালেখা করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এতে তাদের মেধা বিকাশে সহায়ক হচ্ছে।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে বামইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও সুন্দর ও উন্নত করার পরিকল্পনা করেছেন।

সেই সঙ্গে উন্নত শিক্ষার উপকরণ সরবরাহের ব্যবস্থাও করছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীরা পেরেরা সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জনাব ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রণ জিএম ফারুক হোসেন পাটোয়ারী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।