ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ পাস বরিশাল ক্যাডেট কলেজের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সঙ্গে কলেজের অধ্যক্ষ। ছবি: বাংলানিউজ

বরিশাল: প্রতিবছরের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতভাগ পাশের অবস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বরিশাল ক্যাডেট কলেজের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর ৫৪ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৫১ জন জিপিএ-৫ এবং বাকি তিনজন জিপিএ-৪ অর্জন করেছেন।

ফলাফলের জন্য শিক্ষক, ক্যাডেট ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান।  

তিনি বলেন, ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও যত্নবান হতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।