ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বিজয় দিবসে ব্যতিক্রমী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, ডিসেম্বর ১৫, ২০১১

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ‌দীন হলের মাঠে বিজয় দিবস উদযাপনের এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর পথশিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন করা হবে।



এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র ও শর্টফিল্ম প্রদর্শনী ও প্লানচেট বিতর্ক। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। অনলাইন সংগঠন ‘ভালোবাসার গল্প’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন চিত্রশিল্পী আনোয়ার হোসেন, ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং কবি জসীম উদ‌দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

কবি জসীম উদ্দিন হল ডিবেটিং সোসাইটি’র সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন জীবিত মুক্তিযোদ্ধারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ