ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জেএসসিতে বরিশালে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
জেএসসিতে বরিশালে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারে জেএসসি পরীক্ষায় বেড়েছে পাসের হার, তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে বরিশাল বোর্ডে মোট পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যা গত বছরছিলো ৯৬ দশমিক ৩২ শতাংশ।

এদিকে গত বছর যেখানে জিপিএ-৫ ছিলো ৮ হাজার ৪৩১ সেখানে এবার তা প্রায় অর্ধেকের মতো কমেছে।

বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ২০১৭ সালের থেকে ৩ হাজার ৫২৫ টি কমে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬।

মোট জিপিএ-৫ এর মধ্যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে। যেখানে ছেলেরা পেয়েছে মাত্র ১ হাজার ৮০১ টি, সেখানে মেয়েরা পেয়েছে ৩ হাজার ১০৫টি।

আবার বিগত বছরের থেকে এবারে জেএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ছিলো ৬১ হাজার ৩ শত জন।

অপরদিকে গতবছর ৩ হাজার ৫৪০ জনর পরীক্ষার্থী কম অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭১৮ জন এবং ছাত্রী ছিলো ৬২ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পাস করেছিলো ১ লাখ ১৪ হাজার ৩৫ জন।

এছাড়াও এবার গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবার ৪৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়, যা গত বছর ছিলো ৫৯ জন।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, এবার জেএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারই প্রথম চতুর্থ বিষয় পরীক্ষা না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কম। তবে তুলনামূলকভাবে বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার বেশি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।