ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কুবিতে রোববার থেকে শীতকালীন ছুটি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
কুবিতে রোববার থেকে শীতকালীন ছুটি  কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোববার (২৩ ডিসেম্বর) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৩ ডিসেম্বর (রোববার) থেকে ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকারি সাধারণ ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে যথারীতি প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে, তবে নির্বাচন পরবর্তী অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে।

আবাসিক হল বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বলে নিশ্চিত করেছেন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।