ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শেকৃবিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
শেকৃবিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

শেকৃবি: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিজেদের দলে টানতে ঢাকা-কুমিল্লা আঞ্চলিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে ৭৬ ব্যাচের খালেদ নামের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ৭৬ ব্যাচের এবং কুমিল্লা আঞ্চলিক গ্রুপের শিক্ষার্থী খালেদ ও শাহজালাল আহত হন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের ৭৭ ব্যাচের এবং ঢাকা আঞ্চলিক গ্রুপের শিক্ষার্থী শরীফ, সোহেল ও নাঈম আহত হন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে নিজেদের গ্রুপে রাখতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের বিষয়টি মিমাংসার জন্য ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রলীগ ওদের নিয়ে বসবে। যদি সমাধান না আসে তবে প্রক্টরিয়াল বডি প্রশাসনিক ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসম্বের ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।