ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির প্রশাসনিক ৯ পদে পরিবর্তন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, ডিসেম্বর ১৮, ২০১৮
ইবির প্রশাসনিক ৯ পদে পরিবর্তন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর, ছাত্র উপেদষ্টা, পরিবহন প্রশাসকসহ নয় পদে নিয়োগ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, টিএসসিসি পরিচালক এবং পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়।  

এসব পদের মধ্যে প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার, ছাত্র উপদেষ্টা হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে দায়িত্ব দেয়া হয়েছে।

পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসিসি) এর পরিচালক হিসেবে অধ্যাপক ইয়াসিন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোতালেব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহারকে দায়িত্ব দেয়া হয়েছে।  তাদের আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।